দৌলাতখানের মদনপুর জোয়ারের প্রভাবে প্লাবিত

মোঃমহিন, দৌলাতখান প্রতিনিধি: ভোলার দৌলাতখানে সাগরের লঘুচাপ ও অমাবস্যার জো-তে অতি জোয়ারের প্রভাবে চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বেড়ীবাঁধ, কাঁচা ঘরবাড়ি, ঘের ও পুকুরের মাছসহ বিভিন্ন প্রকল্প ও স্থাপনা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে।
গত কয়েকদিনে অতিমাত্রা জোয়ারের পানির চাপে উপজেলার মদনপুর এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
এতে কাঁচা ঘরবাড়ি, ঘেরের মাছ, রাস্তাঘাট ও আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাটিসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। মদনপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ রুহুলআমিন জানান, জোয়ারের প্রভাবে পটোয়ারী বাজারসহ পুরো চর ডুবে যায়। ঘেরের মাছ গবাদিপশু সহ সরকারি বিভিন্ন প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়।
রাস্তাঘাট, কালবাট, ঘরবাড়ি সব ভেঙে যায়। এতে দিশেহারা হয়ে পড়েছে এই ইউনিয়নের বাসিন্দারা উক্ত ইউনিয়নের ইউপি সদস্য আলাউদ্দিন মাল জানান করোনার মহামারী কাটতে না কাটতেই আবারো সমস্যার সম্মুখীন হয়েছে হয়ে পড়েছে মদনপুর ইউনিয়ন বাসী।
গত কয়েকদিনে অতিমাত্রা জোয়ারের পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে মদনপুর ইউনিয়নের  বাসিন্দারা।