দৌলতদিয়া ঘাট পরিদর্শনে বিআইডব্লিইটিএ চেয়ারম্যান

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন বিআইডব্লিইটিএ’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি ঘাট পরিদর্শনে যান।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিটিএ’র আরিচা সেক্টরের নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন পাঠান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, বিআইডব্লিটিসি’র দৌলতদিয়াঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি উপস্থিত ছিলেন।

এ সময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক বলেন, এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্যা ও করোনা মোকাবেলা করা। এছাড়াও সমন্বিত কাজের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে দৌলতদিয়াঘাটের সবগুলো পল্টুন চালু করা হবে। সবাই এক সঙ্গে কাজ করলে অবশ্যই আমরা সব ধরনের ঝুঁকি মোকাবেলা করতে পারব।

এদিকে মঙ্গলবার ও পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। এছাড়াও পানি বৃদ্ধির ফলে বন্ধ রয়েছে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাট। মাত্র তিনটি ঘাট দিয়ে পারাপার করায় ঘাট এলাকায় তৈরি হয় দীর্ঘ জট। পাড়ের অপেক্ষায় আটকে ছিল শত শত যানবাহন।