দৌলতখানে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন

আশিকুর রহমান জাফর, দৌলতখান থানা প্রতিনিধি: শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ভোলা জেলা  নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসবেন। এই উপলক্ষে দৌলতখান  ভবানীপুর  ইউনিয়নের চেয়ারম্যান। গোলাম নবী নবু নেতৃত্বে ভবানীপুরের সর্বস্তরের জনগণ মেঘনা নদীর পাশে সমাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আসার অপেক্ষায়। 

এই সময়  ভবানীপুর ইউনিয়নের
চেয়ারম্যান মহোদয় জানান। আমার ভবানীপুর মানুষ খুবই অসহায়। তাদের থাকার মতন শুধু ভবানীপুরে বসতভিটা  আছে। তাদের কোনো আর্থিক টাকা  নেই,যে নদী ভাঙলে অন্য জায়গায় গিয়ে বসবাস করবে।
আমরা ভোলা বাসী  সত্যিই গর্বিত যে,হাজারো ব্যস্ততার মাঝে পানিসম্পদ প্রতিমন্ত্রী ভোলার মেঘনার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন।
তিনি আরো বলেন , আমরা দৌলতখান বাসী ভোলা ২ এর  মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের  কাছে  চির কৃতজ্ঞ।
উনার অক্লান্ত পরিশ্রমে মেঘনার নদীর ভাঙ্গন থেকে আমাদেরকে বাচার  মতো স্বপ্ন দেখিয়েছেন। তিনি আরো বলেন আমাদের প্রিয় নেতা আমাদের জন্য সর্বদায় কাজ করে যান।