‘দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুত আছে’

দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার অনলাইনে সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি ক্রেতাদের অস্থির হয়ে পেঁয়াজ না কেনার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১ মাসের মধ্যেই তুরস্ক আর মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে।

এ সময় বাণিজ্য সচিব বলেন, ই-ক্যাবের সদস্য অনলাইন প্রতিষ্ঠানগুলো টিসিবির ডিলার হিসেবে অনলাইনে পেঁয়াজ বিক্রি করবে। প্রথমদিকে একজন ক্রেতা ৩ কেজি পেঁয়াজ কিনতে পারবেন, কেজি প্রতি দাম পড়বে ৩৬ টাকা। আপাতত বিক্রিও হবে বড় শহরে। পরবর্তীতে পেঁয়াজের পরিমাণও বাড়বে, ছোট শহরগুলো এ কার্যক্রমের আওতায় আসবে বলে জানান সচিব ড. জাফর উদ্দিন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের সমস্যা রয়েছে; সেই সমস্যার চেষ্টাও করা হয়েছে। আপনারা অস্থির হবেন না। যা প্রয়োজন সেই পরিমাণে কিনবেন। এখনো প্রচুর পেঁয়াজ রয়েছে। এক মাসের মধ্যে মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।