দেশের ৬ মহানগরে মহাসমাবেশের ঘোষণা বিএনপির

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের ৬ মহানগরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা করে দলটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে ৬ মহানগরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে, বরিশালে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মার্চ ঢাকা দক্ষিণ সিটিতে সমাবেশের ঘোষণা করে বিএনপি।

কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খুলনা সিটি কর্পোরেশনে দলের মেয়রপ্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়রপ্রার্থী ও মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়রপ্রার্থী ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ও উত্তর সিটি কর্পোরেশনে মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।