দেশের ১০ জেলায় রেড ক্রিসেন্টের ২০টি করোনা নমুনা সংগ্রহ বুথ

রেড ক্রিসেন্ট

রাজধানীসহ দেশের ১০ জেলার বিভিন্ন হাসপাতালে ২০টি করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।। বৃহস্পতিবার (৯ জুলাই) রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, সিরাজগঞ্জ, নাটোর, নোয়াখালী, রাজশাহী, রংপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ স্থাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত বুথে নিয়মিতভাবে নমুনা সংগ্রহ করা হবে।

কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে সম্মিলিতভাবে পরিচালিত করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এটি করা হচ্ছে বলেও জানানো হয়।

রাজধানীসহ দেশের ১০টি জেলা ও উপজেলা হাসপাতালে স্থাপিত বুথগুলো চলবে সেখানকার কর্মী ও নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে। প্রতিটি বুথ রক্ষণাবেক্ষণ ও দেখাশোনা করবে জেলা স্বাস্থ্য বিভাগ।