দেশব্যাপী শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় শিশুদের শিশুদের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে দেশের বিভিন্নস্থানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এদিন সকালে কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তনে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

এ কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে চলবে এ কার্যক্রম।