‘দেশপ্রেমিকরাই যেন সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে দায়িত্ব পান’

সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে যাতে দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা দায়িত্ব পান, সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে সশস্ত্র বাহিনী পর্ষদের ভার্চুয়াল সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময়, সশস্ত্র বাহিনীর সম্মান ধরে রেখে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, নেতৃত্ব দেবার যোগ্যতা আছে কিনা সেগুলো আপনাদের বিবেচনায় আনতে হবে।

তিনি আরো বলেন, আমরা এই দেশ স্বাধীন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে, শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, সার্বভৌমত্বে যারা বিশ্বাসী তারাই যেন দায়িত্ব পায়। যেন সঠিক পথে বাংলাদেশকে তারা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবে।

সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব বজায় রেখেই এগিয়ে যেতে পারে।