দুলার হাট মোয়াজ্জেম হানিফ মোল্লার নির্ঘূমে রাত যাপন

মোঃআলাউদ্দিন ঘরামী প্রতিনিধি : ভোলা চরফ্যাশন দুলার হাট জোরপুর্বক বাড়ি দখলের জেরে নির্ঘূমে রাতযাপন করছেন দুলার হাট ঈদগাঁ জামে মসজিদের মুয়াজ্জিন মো: হানিফ মোল্লা ।গত ০৩ আগষ্ট রাতে দুলার হাট বাজারের পশ্চিমে মো: হানিফ মোল্লা পিং মৃত চেরাগ আলী দীর্ঘ ৩৫ বছরের দখলীয় সৃজিত ১.২০ শতাংশ জোরপুর্বক দখল করেন এলাকার জনৈক আ:খালেক পাটওয়ারী গং।

৩৫ বছরের পুরনো বাড়ি রেখে জীবিকা নির্বাহে মসজিদে ও মা হারা ছেলে আ: রহিম ঢাকায় থাকার সুবাদে সুযোগ পেয়ে এলাকার জনৈক আ: খালেক পাটওয়ারী পিং মৃত সুলতান পাটওয়ারীর গং ও ভাড়াটিয়াদের সহায়তায় বাড়িটি দখলে নিয়েছেন। সংবাদ পেয়ে মুয়াজ্জিন ও তার মেয়ে ফাতেমা ছুটে বাড়িতে দেখেন সৃজিত গাছ গাছালি কেটে ঘর নির্মান করে ফেলে।

এ ঘটনায় মুয়াজ্জিন বাড়িটি উদ্ধারের জন্য সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে কোন প্রতিকার না পেয়ে সংবাদ কর্মীদের কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে স্বরজমিনে গিয়ে দেখা যায় সৃজিত ৩৫ বছরের বাড়িতে আ: খালেক পাটওয়ারী গং দখলে বিদ্যমান। আ: খালেক পাটওয়ারীর গং মো:কামাল, মো: মনিরের সাথে কথা হলে আমাদের প্রতিনিধি কে জানান ১৫/১০/১৯৬০ সালের ৭৭৯৩ সৃজিত দলিলে ১.২০ জমির দাবিদার।

সৃজিত জমির দলিল দলিলে হানিফ মোল্লার আপত্তির কারনে গ্রহীতা- আ: খালেক পাটওয়ারী পিতা: সুলতান আহম্মদ পাটওয়ারী,চরতোফাজ্জল লালমোহন,বাখরগন্জ। দাতা:১। মো: সামসুদ্দোহা ২।নুরুল হুদা ৩।সামছুল হুদা পিং মো: আসলাম। ৪। ফাতেমা খাতুন স্বামী: আছলাম, উকিল পাড়া ভোলা সদর,ভোলা। বিগত ১৯৬০ সনের ভোলা সাব- রেজিস্টার অফিসে উক্ত গ্রহিতা ও দাতাগনের নামে ১নং সূচী এবং ২নং সূচী বহি পর্যাপ্ত তল্লাশী করিয়া কোন সন্ধান পাওয়া যায় নাই মর্মে একখানা সাচিং রিপোর্ট কপি সংবাদ কর্মির কাছে প্রদান করেন। সে আলোকে বিগত ৩দিন ধরে ৭৭৯৩/৬০ নং দলিল সঠিক নিরুপনে আঃ খালেক পাটওয়ারী গং এর তালবাহানায় জোরপুর্বক উচ্ছেদ কৃত হানিফ গং এর নির্ঘূম রাতজাপন করছে।