দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের কৌশল রপ্ত করার ওপর জোর দিয়েছেন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের কৌশল রপ্ত করার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষার্থীদের ভূমিকম্প, ঘুর্ণিঝড় বন্যা, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় যথাযথভাবে প্রস্তুত করার জন্য শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বুধবার ঢাকায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে ‘বিদ্যালয়ে দুর্যোগ সাড়া প্রদান সহায়িকা’ চূড়ান্তকরণে দুই দিনব্যাপী জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পরিবেশ দূষণ রোধ করে প্রাকৃতিক দুর্যোগ হ্রাস করা সম্ভব। তবে সব প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়। আর তাই নতুন প্রজন্মকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার কৌশল রপ্ত করতে হবে।

তিনি বলেন, বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে পরিবেশ দূষণ রোধ এবং প্রাকৃতিক দর্যোগ মোকাবিলার কৌশল সর্ম্পকিত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক প্রফেসর শামছুল হুদা এবং সেভ দ্য সিল্ড্রেন এর প্রোগ্রাম কোয়ালিটির প্রধান স্যারন হেইজারও বক্তব্য করেন।