দুপুরেই পাচ্ছে বাংলাদেশ ভারতের ‘ঈদ উপহার’

বাংলাদেশ রেলওয়ে

আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে সোমবার (২৭ জুলাই) ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) বুঝিয়ে দেয়ার কথা রয়েছে ভারতীয় রেলওয়ের।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ সংকট কাটাতে প্রথমবারের মতো গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া নেওয়ার উদ্যোগ নিয়েছিল সরকার। ২ বছরের জন্য লীজে ভাড়া নেবার চুক্তিও করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ভারতের সরকার ১০টি ইঞ্জিন পুরোপুরি ফ্রি দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।

ঈদুল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় রেলওয়ে ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দেবে। এ বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।

রেলমন্ত্রী আরো বলেন, ওই দিন দুপুর আড়াইটার মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও আমি নিজে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব।

তিনি আরো জানান, ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে (ওপারে গেদে সীমান্ত) আনুষ্ঠানিকতা পালন করা হবে।