দুই হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর

গাজীপুর : তিতাস গ্যাস কর্তৃপক্ষ গাজীপুর সিটি করপোরেশনের ভানুয়া ও চতর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৃহস্পতিবার ছয় কিলোমিটার গ্যাস পাইপ লাইন অপসারণ করেছে।

এতে প্রায় দুই হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

তিতাসের গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বির আহমেদ চৌধুরী জানান, গাজীপুরের ভানুয়া ও চতর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে স্থাপিত তিন ইঞ্চি ব্যাসের প্রায় ছয় কিলোমিটার গ্যাস পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে দুই হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।