দুই ফিলিস্তিনিকে গুলি করে নিয়ে গেল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিম উপত্যকায় ফিলিস্তিনি দুই সহোদরকে গুলি করেছে ইসরাইলি সেনারা । স্থানীয় সময় শনিবার (৫ আগস্ট) অতর্কিত অভিযানে নামে ইসরাইলি বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জেনিন শহরের শরণার্থী শিবিরে অভিযান চালাতে গেলে প্রতিবাদ জানায় বেশ কয়েকজন ফিলিস্তিনি যুবক। এক পর্যায়ে তাদের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি হলে গুলি ছোড়ে ইসরাইলি সেনারা। এতে গুলিবিদ্ধ হলে অচেতন হয়ে পড়েন ওই দুই ফিলিস্তিনি সহোদর। তাদেরকে অচেতন অবস্থায় কারাগারে নিয়ে যায় ইসরাইলি বাহিনী।

স্থানীয়রা বলছে, অপরাধীদের ধরার নাম করে অবৈধভাবে প্রায় সময় অভিযান চালায় বর্বর ইসরাইলি সেনারা। এতে অনেক নিরাপরাধ ফিলিস্তিনিদের ধরে নিয়ে কারাগারে বন্দি করছে।

ফিলিস্তিনের সরকারি তথ্য মতে, নারী ও শিশুসহ কমপক্ষে ৫ হাজার ফিলিস্তিনিকে আটক করে রাখা হয়েছে ইসরাইলি কারাগারে।

নিজেদের অধিকার আদায়ের দাবিতে নানাভাবে আন্দোলন করে আসছে ফিলিস্তিনিরা। দিনের পর দিন দেশটির ওপর অবরোধ চাপিয়ে আসছে তেল আবিব। আর এর প্রতিবাদ জানাতে গেলে ইসরাইলি বাহিনীর বিমান ও ট্যাংক হামলার মুখোমুখি হতে হচ্ছে। প্রাণ হারাচ্ছেন বহু নিরস্ত্র ফিলিস্তিনি।

ইসরাইলি বাহিনীর এমন বর্বরোচিত হামলাকে ‘সম্ভাব্য যুদ্ধপরাধ’ অ্যাখা দিয়ে আসছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।