দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্কঃ অতিরিক্ত জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন।

মঙ্গলবার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নিজে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার একটি বৈঠকে অংশ নিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। ওই বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও উপস্থিত ছিলেন।

খবরে বলা হয়েছে, আজ করোনা পরীক্ষা করা হতে পারে দিল্লি স্বাস্থ্যমন্ত্রীর।

এর আগে গলাব্যথা ও জ্বর অনুভব করলে গত সপ্তাহে কোভিড-১৯ টেস্ট করান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তবে কোভিড পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে মুখ্যমন্ত্রীর।

ভারতে এ পর্যন্ত তিন লাখ ৪৩ হাজার ৯১ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছে ৯ হাজার ৯১৫ জন। তবে সবচেয়ে বেশি আঘাত হেনেছে দিল্লিতে। সেখানে ৪০ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।