দিনাজপুরে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২

দিনাজপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেলার চিরিরবন্দর থানাধীন ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের মাঝিনা গ্রামে অভিযান পরিচালনা করে ২২ লিটার দেশীয় চোলাই মদসহ বিশ্বনাথ চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়। তার বাড়ি চিরিরবন্দর উপজেলার মিত্রবাটী গ্রামে।

একই সময় সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন ফুলবন গ্রামে অভিযান চালিয়ে ৫৬ বোতল ফেনসিডিল এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মো. মোস্তাফিজুর রহমান আটক করা হয় বলে জানান। তার বাড়ি সদর উপজেলার ফুলবন গ্রামে।

র‌্যাব বাদী হয়ে চিরিরবন্দর এবং কোতয়ালী থানায় পৃথক দুইটি মামলা দয়ের করেছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।