দিনাজপুরে গৃহহীন ৪ হাজার ৭৬৪টি পরিবার পাচ্ছে সরকারি ঘর

মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুর জেলায় গৃহহীন ৪ হাজার ৭৬৪টি পরিবারকে সরকারি ঘর উপহার দেয়া হবে। এই প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে ভূমি ও গৃহহীনদের মধ্যে রয়েছে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তরা অগ্রাধিকার পেয়েছে।

পাকা ঘর নির্মাণ কাজ চলছে পুরো গতিতে। আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন করা হলেও অল্প কিছু কাজ নির্ধারিত সময়ের আগের শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে মাথা গোঁজার ঠাঁই পেয়ে দারুণ খুশি তারা।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, দরিদ্র, ভূমি ও গৃহহীন পরিবারের মাঝেই এই সব ঘর প্রদান করা হবে। আর দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম জানালেন, উক্ত প্রকল্পের আওতায় নির্মিত গ্রামগুলোর নাম দেয়া হয়েছে ‘জয়বাংলা ভিলেজ’।

প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।