দিনাজপুরে আইনজীবী সমিতির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

দিনাজপুরে আইনজীবী সমিতির দু’পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সমিতির এজেন্ডা নিয়ে মতবিরোধের জেরেই তারা সংঘর্ষে জড়ায়।

বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ সভায় এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, এদিন জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ সভায় যোগ দেন আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা। এসময় সমিতির ৯টি এজেন্ডা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে পক্ষে ও বিপক্ষে মতামত দিতে গিয়েই কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আইনজীবীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ধাক্কাধাক্কি ও লাঠি দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।

দিনাজপুর আইনজীবী সমিতির এক সদস্য বলেন, ‘সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক বহিরাগত কিছু গুন্ডা-পান্ডা নিয়ে এসে আমাদের অনশনে তারা আক্রমণ করে আমাদের কয়েকজনকে প্রহার করেছে।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি মাজহারুল হক সরকার বলেন বলেন, ‘সরকারকে অস্থিতিশীল করার জন্য বিএনপির কতগুলো দালাল আর আওয়ামী লীগের কয়েকজন দুর্নীতিবাজ অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনজীবী সমিতির এ কমিটির মেয়াদ শেষ হবে আগামী ১৩ এপ্রিল।