দর্শকবিহীন স্টেডিয়াম যেন জোকারবিহীন সার্কাসঃ রোনালদো

দর্শকবিহীন স্টেডিয়ামকে জোকারবিহীন সার্কাসের সঙ্গে তুলনা করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

মাত্রই ইতিহাসের ২য় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে শততম গোলের রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ মহাতারকা। নেশন্স লিগে সুইডেনের বিপক্ষে ২-০ গোলে জয়ী ম্যাচে জোড়া গোল করেন তিনি।

তবে ম্যাচশেষে দর্শকবিহীন স্টেডিয়াম নিয়ে বেশ হতাশা জানিয়েছেন রোনালদো।

তিনি বলেন, মনে হচ্ছে ক্লাউন ছাড়া সার্কাস চলছে। অথবা বলতে পারেন ফুল ছাড়া বাগান। ফুটবলার হিসেবে এমনটা কোনভাবেই পছন্দ না আমাদের। তবে আমি অভ্যস্ত হয়ে উঠেছি। ম্যাচের আগে দর্শকবিহীন মাঠে খেলার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম।

করোনাভাইরাসের প্রভাবে সবধরণের ফুটবলে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

কেবল নিজেদের সমর্থকই নয়, এমনকি প্রতিপক্ষ দর্শকদেরকেও মিস করেন বলে জানালেন রোনালদো। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক ব্যাপার। প্রতিপক্ষ দর্শকরা থাকলেও আমি খেলায় উৎসাহ পাই। যাই হোক, স্বাস্থ্য সুরক্ষা সবার আগে এবং এটিকে অবশ্যই সম্মান করতে হবে। তবে এটা দুঃখজনক।

রোনালদো আশা করেন, কয়েক মাসের মধ্যেই আবারো মাঠে ফিরবে দর্শক।