দক্ষিণ কোরিয়ায় ভূমিধস, মৃত্যু ১৪

দক্ষিণ কোরিয়ায় ভূমিধস

দক্ষিণ কোরিয়ায় ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন নিউজিল্যান্ডের নাগরিক। সোমবার (০৩ আগস্ট) ভারীবৃষ্টিতে ভূমিধসে হতাহতের এ ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিউজিল্যান্ডের নাগরিকরা সিউলের পার্শ্ববর্তী এলাকায় তাদের কটেজেই ছিলেন। ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে কাদা মাটিতে কটেজের প্রশাসনিক ভবন তলিয়ে গেলে তারা মারা যান। শনিবার থেকে দেশটিতে মৌসুমী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

নিউজিল্যান্ডের নাগরিকরা হলেন, ৭৭ বছর বয়সী সুনামমেড কিম, তার ৩৬ বছর বয়সী কন্যা সুরনামেড সোং এবং তার দু’বছর বয়সী ছেলে সুরনামেড সোং বলে জানানো হয়। গ্যাপেয়ংয়ে কটেজ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, ৭৭ বছর বয়সী ওই নারী গ্যাপেয়ংয়ে হলিডে কটেজ পরিচালনা করতেন। তিনি নিজেও সেখানে বসবাস করতেন। তার মেয়ে থাকতেন নিউজিল্যান্ডে। সম্প্রতি নিউজিল্যান্ড থেকে মাকে সহযোগিতার জন্য সন্তানসহ দক্ষিণ কোরিয়ায় আসেন তিনি।

প্রশাসনিক ভবন ছাড়াও তাদের কটেজে আরো কয়েকটি ভবন রয়েছে। সেগুলো অনেক অতিথি রয়েছেন। তারা নিরাপদে আছেন বলেও জানানো হয়।

চারদিনের অব্যাহত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১২ জন নিখোঁজ হয়েছে। শতাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর।