দক্ষিণবঙ্গের ঐতিহাসিক প্রাদেশিক রাজধানী চন্দ্রদ্বীপের শেষ রাজা সতীন্দ্র নারায়ণ পরলোকে

এম এ হান্নান,বরিশাল :
প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশাল ও দক্ষিণবঙ্গের প্রাচীন প্রাদেশিক রাজধানী চন্দ্রদ্বীপের ১৬তম ও সর্বশেষ রাজা সতীন্দ্র নারায়ণ রায় (১১০) পরলোক গমন করেছেন। শনিবার রাত সোয়া ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়ি বাবুগঞ্জের মাধবপাশা গ্রামের ঐতিহ্যবাহী রাজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ওয়ার্কার্স পার্টির সিনিয়র নেতা রাজা দিলীপ কুমার রায় ও আওয়ামী লীগ নেতা রাজা প্রদীপ কুমার রায় ছাড়াও ৪ কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজবাড়িতে রাণীর সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এসময় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান, উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, মন্ত্রীর বিশেষ প্রতিনিধি প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পরিচালক আতিকুর রহমান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন। ১১০ বছরের প্রবীণ এই চন্দ্রদ্বীপ রাজার মৃত্যুর খবর পেয়ে তাকে এক নজর দেখার জন্য দলে দলে মাধবপাশার রাজবাড়িতে হাজারো জনতার ঢল নামে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, বাংলার বারো ভুঁইয়ার অন্যতম ও দক্ষিণবঙ্গের প্রাদেশিক রাজধানী চন্দ্রদ্বীপ রাজ্যের প্রথম রাজা কন্দর্প নারারণ রায় ও রাণী দূর্গাবতীর রাজবংশের ১৬তম উত্তরাধিকার ও শেষ রাজা সতীন্দ্র নারায়ণ রায়। চন্দ্রদ্বীপ রাজাদের রাজ্য এবং শাসনামল বিলুপ্ত হলেও তাদের মহাকীর্তি মাধবপাশার ঐতিহাসিক দূর্গাসাগর দিঘীটি আজো কালের সাক্ষ্য বহন করে চলেছে।