থ্যালাসেমিয়ার লক্ষণ সমূহ জেনে নেই

থ্যালাসেমিয়া এক ধরনের রক্ত শুন্যতা যা বংশগতভাবে বিস্তারলাভ করে। থ্যালাসেমিয়া রোগে শরীরে হিমোগ্লোবিন তৈরির হার কমে যায়। এটি মূলত অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ।i. আলফা থ্যালাসেমিয়া ii. বিটাস থ্যালাসেমিয়া। চারটি জিন ত্রুটিপূর্ণ হলে একে বলে আলফা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া মেজর সমস্যা তৈরি করে।  থ্যালাসেমিয়া বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটো জীন দায়ী থাকে এট বিটাস থ্যালাসেমিয়া নামে পরিচিত।  প্রতিবছর বিশ্বে প্রায় ১ লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে।

লক্ষণ –

শ্বাসকষ্ট
দুর্বলতা
অবসাদ অনুভব
মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যাওয়া
অস্বস্তি
ত্বক হলদে হয়ে যাওয়া
মুখের হাড়ের বিকৃতি
ধীরগতিতে শারীরিক বৃদ্ধি
অতিরিক্ত আয়রন
হৃৎপিণ্ডে সমস্যা
বৃদ্ধিটা কমে যাওয়া
পেট বাইরের দিকে প্রসারিত হওয়া বা বৃদ্ধি পাওয়া