থাইল্যান্ডে নৌকাডুবে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে নৌকাডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার ভোরে আয়ুতাহায়া শহরের চাও প্রায়া নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, একটি ইসলামি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ব্যাংককের শহরতলী ননথাবুরি থেকে আয়ুতাহায়াতে যাচ্ছিল। স্থানীয় সময় ভোর ৪টার দিকে সানাম চাই মন্দিরের কাছে দ্বিতল নৌকাটির সঙ্গে একটি সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবতে শুরু করে। যাত্রীদের অধিকাংশই নৌকাটিতে আটকা পড়েন। এখনো পর্যন্ত অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। নিহত ১০ জনের মধ্যে এক শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের সবাই মুসলমান।

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, নৌকাটি অর্ধেক ডুবে গেছে। উদ্ধারকারী দল সেখান থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।