ত্বকের যত্নে শসার উপকারিতা

শসায় প্রায় ৯০ শতাংশ পানি, ভিটামিন-সি, ভিটামিন-কে, ক্যাফিক এসিড ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারি। শসা স্বাস্থ্যের সাথে সাথে রূপচর্চার কাজেও বহুল ব্যবহৃত একটি সবজি। শসা ত্বকের সতেজ করে। শসার ফেস প্যাক ত্বকের জন্য খুব উপকার। আসুন শসা দিয়ে তৈরি কিছু ফেস প্যাক সর্ম্পকে জেনে নেই-

  • শুষ্ক ত্বকের যত্নে: শুষ্ক ত্বকের জন্য শসা অনেক উপকার। ৩ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ দুধের সর মিশিয়ে গলা ও মুখের ত্বকের লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রুক্ষ ও শুষ্ক  দূর করে।
  • রোদে পোড়া দাগ দূর করতে: ১ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ ডিমের সাদা অংশ ও ১ টেবিল চামচ দই মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ত্বকের উজ্জ্বল রাখে: শসার টুকরা ছেঁচে মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে লাগইয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এটি।