তৈরি করুন কোল্ড কফি

গরমের দিনে আমরা কোল্ড কফি কে না খেতে চাই। গরমে তৃপ্তি ও স্বস্তির সঙ্গে ক্লান্তি কাটাতে পান করতে পারেন কোল্ড কফি। ঘরেই তৈরি করা যায় এ পছন্দের পানীয়। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন কোল্ড কফি।

দেখে নিন কোল্ড কফি তৈরির রেসিপি

উপকরণ যা লাগবে

১.কফি ২ চা চামচ
২.কফিমেট ৪ টেবিল চামচ
৩.কনডেন্স মিল্ক আধাকাপ
৪.ঠাণ্ডা তরল দুধ ২ কাপ
৫.গরম পানি ১ কাপ
৬.চিনি ২ টেবিল চামচ
৭.বরফ টুকরো ইচ্ছেমতো নিতে পারেন

যেভাবে করবেন

এক কাপ গরম পানিতে কফি, কফিমেট ও চিনি মিশিয়ে নিন। কফি, বরফ, তরল দুধ ও কনডেন্স মিল্ক একসঙ্গে মিশিয়ে ফেনা ওঠা পর্যন্ত ব্লেন্ড করুন। এর পর স্বচ্ছ গ্লাসে ঢেলে ফেনার ওপর শুকনো কফি ছড়িয়ে পরিবেশন করুন কোল্ড কফি।