তেলেঙ্গনা জলবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

ভারতের তেলেঙ্গনা রাজ্যে একটি বিদ্যুত উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর, দুই প্রকৌশলীসহ নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডের পর গতকাল (২১ আগস্ট) সেগুলো উদ্ধার করা হয়।

তেলেঙ্গনা রাজ্যের জ্বালানিমন্ত্রী বলেছেন, অগ্নিকাণ্ডের সময় বিদ্যুত কেন্দ্রটিতে ৩০ জন কর্মী কাজ করছিলেন।

এদের মধ্যে ১৫ জন একটি গুহার ভেতর দিয়ে বের হতে সক্ষম হন। অপর ৬ শ্রমিককে উদ্ধারকারীরা বের করে আনেন।

অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানার সীমান্তবর্তী শ্রীসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে থাকা একটি পাওয়ার হাউসে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই আগুন লেগে যায়। রাত সাড়ে দশটা নাগাদ ওই আগুন লাগলেও প্রথমে কেউ তা টের পাননি, পরে আগুনে ছড়িয়ে পড়লে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। রাতেই ঘটনাস্থল থেকে দশ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে প্রায় নয় কর্মী।

শুক্রবার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হলেও সেখান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে তা নিভিয়ে ফেলার প্রচেষ্টা অব্যাতহত রয়েছে বলে জানিয়েছেন তারা।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রের ভূগর্ভস্থ একটি পাওয়ার স্টেশনে সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড শুরু হয়।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।