তেঁতুলিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছরের এক বৃদ্ধের মুত্যু

ছয় বছরের শিশু বলাৎকার, আটক ১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছরের এক বৃদ্ধের মুত্যু হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জন।

রোববার (২ আগস্ট) সকাল ৭টায় তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নে নিজ বাড়িতে ওই বৃদ্ধের মৃত্যু হয়। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বিভিন্ন সমস্যা নিয়ে ওই বৃদ্ধ রংপুরে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকের সন্দেহ হলে তাকে করোনা পরীক্ষা করতে বলে। পরে তার পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে এলে জেলা স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে গত ২৭ জুলাই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে। গত ২৯ জুলাই নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার (০১ আগস্ট) রাতে ওই বৃদ্ধের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

করোনা আক্রান্তের ঘটনা জানার পর জেলা স্বাস্থ্য বিভাগ বৃদ্ধকে হাসপাতালে নেয়ার কথা বললেও তার পরিবার তাকে বাড়িতেই রেখে দেয়। এ অবস্থায় মনতাজ আলীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়। এবং তাকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়।

এদিকে করোনায় মৃত্যুর খবর পেয়ে তাকওয়া ফাউন্ডেশন তেঁতুলিয়া উপজেলা শাখার একদল সদস্য দুপুর ১২টায় মৃতের পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করে।