তুরাগ নদ দখলমুক্তকরণে টঙ্গী-আব্দুল্লাহপুর অংশে উচ্ছেদ

তুরাগ নদ দখলমুক্ত করতে টঙ্গীর কাঁচাবাজার ও আব্দুল্লাহপুর অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় অস্থায়ীভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান ভেঙে দিয়ে সেসব জায়গায় বৃক্ষ রোপন করা হয়।

তুরাগের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন স্থাপনা আবারো উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ। সকাল থেকে টঙ্গী অংশের কাঁচাবাজার এলাকায় নদের পাড়ঘেঁষা অস্থায়ী দোকানপাট ভেঙে দেয়া হয়। সাথে সাথে সেসব স্থানে লাগানো হয় নানা জাতের বৃক্ষ। তবে স্থানীয়রা বলছেন শুধু গাছ লাগিয়েই পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। প্রয়োজন নিয়মিত তদারকির।

দুপুরের পর আব্দুল্লাহপুর অংশে বেঙ্গল এন্ডিগু নামে একটি কারখানায় অভিযান শুরু করলে উচ্চ আদালতের স্থগিতাদেশ দেখিয়ে বন্ধ করে দেয়া হয় অভিযান।

এদিকে উচ্ছেদকৃত জায়গায় নতুনভাবে কোন স্থাপনা যাতে না হয়, সে বিষয়ে মনিটরিং চলবে বলে আশ্বাস দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।