তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪, এরদোয়ানের শোক

তুরস্কে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আহত চার শতাধিক। এদিকে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান

ধ্বংসস্তুপের ভেতর জীবনের সন্ধান। কঠোর প্রচেষ্টায় এভাবেই আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। দেশটিতে শুক্রবারের সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর রাতেও অভিযান অব্যাহত রাখে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর কংক্রিটের ভেতর থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও এরইমধ্যে প্রাণ গেছে বেশ কয়েকজনের।

ভয়াবহ ভূমিকম্পে হতাহত প্রতি শোক জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, যারা এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি সহর্মিতা জানাচ্ছি। আমি আশা করি, আহতরা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্কের ইজমির। মুহূর্তেই ভেঙ্গে পড়ে বেশ কয়েকটি বহুতল ভবন।