তুরস্কে ভূমিকম্পঃ ধ্বংসস্তুপ থেকে ৯১ ঘণ্টা পর জীবিত শিশু উদ্ধার

ভূমিকম্পে টালমাটাল তুরস্কের ইজমির শহরে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে ৯১ ঘণ্টা পর তিন বছরের এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন দেশটির উদ্ধারকর্মীরা।

শহরের মেয়রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, আমরা একটা অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকলাম। এদিকে উদ্ধারকারীরা জানান, রান্নাঘরের থালাবাসন ধোয়ার সিঙ্কের নিচে শিশুটি আটকা ছিল।

উদ্ধারকারী নুসরাত আকসয় জানান, সিঙ্কের নিচে শিশুটির অবস্থান শনাক্তের আগে তার চিৎকার শুনতে পান তিনি। আয়দা নামের শিশুটি হাত নাড়িয়ে নিজের অবস্থান জানান দেয় আর নিজের নাম বলে। উদ্ধারের পর বিশেষ কম্বলে মুড়ে শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।