তুরস্কে আটক ১২ বাংলাদেশি

তুরস্ক থেকে ৬৫ অভিবাসীকে আটক করেছে প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর। এদের মধ্যে ১২ জন বাংলাদেশি রয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলের প্রদেশ ভান থেকে তাদের আটক করা হয়।

বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদিন মোট ৬৫ অভিবাসীকে আটক করা হয়।পুলিশের দাবি, তারা সবাই অবৈধভাবে সীমান্ত পার হয়েছেন।

প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর বিবৃতিতে জানিয়েছে, ইপেক্যোলু জেলায় সন্দেহজনক একটি মিনিবাসকে চ্যালেঞ্জ করার পর অভিবাসীদের আটক করা হয়।

১৫ জন ধারণ ক্ষমতার বাসটিতে ১২ বাংলাদেশির পাশাপাশি আফগানিস্তানের নাগরিক ছিলেন ২৪ জন, পাকিস্তানের ২০ জন, সিরিয়ার সাতজন এবং মিয়ানমারের দুই জন।

বাসচালককে এম.জি হিসেবে পরিচয় করানো হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়েছে প্রশাসন।

আটক প্রবাসীদের প্রাদেশিক অভিবাসন অধিদপ্তরের একটি ভবনে রাখা হয়েছে।

ইউরোপে যাওয়ার স্বপ্নে গত কয়েক বছরে শতশত অনিয়মিত অভিবাসী তুরস্কে প্রবেশ করে ধরা পড়েছেন।