তীব্র স্রোত, দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি পারাপার বন্ধ

ferry-ghat

পদ্মায় পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এদিকে শিমুলিয়া কাঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপও বেড়েছে। তীব্র স্রোত থাকায় ফেরিঘাটগুলোতে ফেরি ভিড়তে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। এসব কারণে দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন। ফলে যাত্রী ও চালকেরা পড়ছেন ভোগান্তিতে।

মঙ্গলবার ( ২১ জুলাই ) রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদ সীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঘাট সূত্র জানায়, গত বছর নদী ভাঙ্গনে দৌলতদিয়ার ১ ও ২ নং ফেরি ঘাট নদীতে বিলীন হয়ে যায়। গত এক বছরেও এ ঘাট দুটি চালু করতে পারেনি ঘাট কর্তৃপক্ষ। বর্তমানে ৬টি ঘাটের মধ্যে ৪টি ঘাট সচল রয়েছে।

এদিকে দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে যানবাহনগুলোকে গোয়ালন্দ মোড় এলাকায় সিরিয়ালে রাখা হয়েছে। এখানেও প্রায় কয়েকশত যানবাহন রয়েছে ফেরিপারের অপেক্ষায়। বেশিরভাগ যানবাহনই বিভিন্ন ধরনের পণ্যবাহী। তবে যাত্রীবাহী বাস, গরুর গাড়ি এবং ব্যক্তিগত ছোট যানবাহন জরুরী ভিত্তিতে পারাপার করা হচ্ছে ।

দৌলতদিয়ার বিআইডব্লিউটিসি সহকারী ঘাট ব্যবস্থাপক মাহাবুব আলী বলেন, প্রতিদিন অব্যাহত পানি বৃদ্ধির কারণে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তীব্র স্রোতে ও ঘূর্ণনের ফলে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।

এদিকে শিমুলিয়া কাঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচলের চ্যানেল (পথ) বন্ধ হওয়ায় ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে যানবাহনের চাপ পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিঘাটগুলোতে। তবে তীব্র স্রোতের কারণে আগের চাইতে ঘাটে ফেরি ভিড়তে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। যে কারণে দৌলতিয়া প্রান্তে ফেরি পার হতে কয়েকশ যানবাহন মহাসড়কে যানজট রয়েছে।

গোয়ালন্দের মোড় এলাকায়ও কয়েকশত যানবাহন রয়েছে ফেরি পারাপারের অপেক্ষায়। যানবাহন পারাপার করতে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে। বর্তমানে দৌলতদিয়ায় ৪টি ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।