তীব্র স্রোতে তলিয়ে গেছে শিমুলিয়ার ৩ নম্বর ঘাট

পদ্মার তীব্র স্রোতে ভেঙে তলিয়ে গেছে শিমুলিয়ার ৩ নম্বর ঘাট । একটি মাত্র ঘাট দিয়ে সীমিত আকারে চলছে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি রুটের ফেরি। এতে চরম দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ। ভাঙনের মুখে তাৎক্ষণিভাবে বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল।

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে মাত্র ৫টি ফেরি দিয়ে সীমিত আকারে চালু করা হয় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট। পারাপারে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগায় ঘাটের উভয় পাড়ে ক্রমেই দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।

বিআইডব্লিউটিসি’র এজিএম সফিকুর রহমান জানান, পরবর্তী ঘাটগুলো ঝুঁকির ভিতরে আছে। ছোট ফেরি দিয়ে ঈদ পার করা সম্ভব হবে না।

মঙ্গলবার সকাল থেকেই ঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করেই লঞ্চ ও স্পিডবোটে যাত্রী পারাপার হতে দেখা যায়।

সাধারণ যাত্রীরা জানান, ফেরি কম চলার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ভোগান্তিরও শেষ নেই।