তাড়াশ-এর নওগাঁ হাট থেকে জব্বার আলীকে অপহরণ ও মুক্তিপণ দাবী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আতিক হাসান: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার গোয়ালগ্রামের বাসিন্দা মোঃ কালু মুন্সীর ছেলে মোঃ আব্দুল জব্বার (৫০) কে চাটমোহর থানার হাসিপুর গ্রামের ছোরাপ হোসেন এর ছেলে মোঃ তালেব হোসেন সহ অজ্ঞানামা ১০-১২ জন অপহরণকারীরা দুপুর ২.০০ ঘটিকার সময় মারধোর করে ধারালো অস্ত্রের মুখে জনসম্মুখে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি হাটের লোকজন জব্বার আলীর সম্বন্ধী মোঃ ইয়াছিনকে জানায়। ঘটনার ২ ঘন্টা পরে জব্বারের ফোন থেকে অপহরণকারীরা ইয়াছিনের ফোন এ কল করে দশ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ইয়াছিন বিষয়টি জব্বার আলীর পিতাকে জানান। সন্ধ্যা ৬:০০টার দিকে অপহরণকারীরা আবার ফোন করে জানায় টাকা না পেলে জব্বার আলীকে হত্যা করবে। জব্বার আলীর পিতা  টাকা যোগার করতে ব্যর্থ হলে তারা চাটমোহর থানায় অপহরণকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিষয়টি চাটমোহর থানার তদন্ত কর্মকর্তা তৎক্ষনাত হান্ডিয়াল পুলিশ ফাঁড়িতে অভিযোগটি প্রেরণ করেন। হান্ডিয়াল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা শাহীন রেজা আব্দুল জব্বারকে উদ্ধারের জন্য অভিযান চালান। অভিযানকালে অপহরণকারীরা আব্দুল জব্বারকে আহত অবস্থায় চেয়ারম্যানের তথ্য কেন্দ্রের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ আব্দুল জব্বারকে উদ্ধার করে হান্ডিয়াল পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় এবং অভিযোগকারী ইয়াছিন খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ ফাঁড়ি থেকে বাড়িতে নিয়ে আসেন।