তাহমিদের কাছ থেকে তথ্য পাওয়া যায়নি’

নিজস্ব প্রতিবেদক : গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় জড়িত সন্দেহে আটক তাহমিদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় সন্দেহভাজন তাহমিদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদে কোনো তথ্য আসেনি। তবে যখনই তাকে প্রয়োজন হবে, জিজ্ঞাসাবাদ করা হবে।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাহমিদকে ছেড়ে দেওয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের না, এটি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।

ফোরামের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।