সাতক্ষীরার তালায় অবৈধ নেটপাটা অপসারণ করে  ইকবাল হোসেন

তালায় পানি নিস্কাশনের ব্যবস্থা করলেন উপজেলা  নির্বাহী অফিসার

শেখ আবুমুছা  তালা সাতক্ষীরাপ্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদীর শাখা শালিখা নদী ও টিআরএম প্রকল্পের ক্যানেল খালের অবৈধ নেটপাটা অপসারণ করা হয়েছে।

রবিবার (৩০ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তালা উপজেলার খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে অবৈধ নেট-পাটা অপসারণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেন। এসময় তার সাথে ছিলেন খেশরা ক্যাম্প ইনচার্জ এসআই ইসমাঈল হোসেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের প্রবল বর্ষন এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খেশরা ইউনিয়নের কলাগাছি, দর-মুড়াগাছা, রাজনগর চক, হরিণখোলা, কুলপোতা, জালালপুর ইউনিয়নের দোহার, আটুলিয়া, আমড়াডাঙ্গাসহ মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। কিছু অসাধু ব্যক্তির সার্থ হাসিল করতে তারা পানি নিস্কাশনের খালে নেট-পাটা দিয়ে মাছ চাষ করার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান, জেলা প্রশাসক এস এম মোস্তুফা কামাল’র নির্দেশে নেট-পাটা অপসারণ করে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়েছে।