তারা যেন কোনো পক্ষপাতিত্ব না করেন

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্টদের আমরা বলেছি, তারা যেন কোনো পক্ষপাতিত্ব না করেন। সম্পূর্ণভাবে তারা যেন একটা নিরপেক্ষ নির্বাচনে নিজেদের নিয়োজিত রাখেন।

তিনি শুক্রবার দুপুরে কুমিল্লার আঞ্চলিক সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, কোনো পক্ষপাতিত্ব বা অনিয়মের তথ্য পাওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কমিশন জিরো টলারেন্স নীতি পোষণ করবে।

তিনি আরো বলেন, নির্বাচন পরিচালনার ব্যাপারে আমরা আমাদের নির্বাচনী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা যেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারেন।

এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।