তামিম-মুশফিক মাইলফলকের সামনে

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এবার প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সামনে তামিম ইকবাল।

মিরপুরে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫২ রান করলেই ৫০০০ রান পূর্ণ হবে তামিমের।

মাইলফলকের সামনে মুশফিকুর রহিমও। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০০০ রান পূর্ণ করতে মুশফিকের চাই মাত্র ১২ রান।

সাম্প্রতিক সময়ে অবশ্য মুশফিকের ব্যাট হাসছে না। উইকেটকিপার এই ব্যাটসম্যান আফগানিস্তান সিরিজে তিন ওয়ানডে মিলে করেছেন ৫৬ রান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও মাত্র ১২। আজ কি হাসবে মুশফিকের ব্যাট?

তামিম অবশ্য বেশ ভালো ফর্মেই আছেন। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি (১১৮)। তার আগের ম্যাচে করেছেন ২০, প্রথম ম্যাচে ৮০। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে অবশ্য ১৭ রান করেই আউট হয়ে গেছেন। আজ তাই জ্বলে উঠতে চাইবেন দেশসেরা ওপেনার।

এখন পর্যন্ত ১৫৭ ম্যাচে ৩২.৩৩ গড়ে ৪৯৪৮ রান করেছেন তামিম। ৭টি সেঞ্চুরির (বাংলাদেশের হয়ে সর্বোচ্চ) পাশাপাশি আছে ৩৩টি ফিফটি। সর্বোচ্চ ইনিংস ১৫৪।

১৬১ ম্যাচে ৩৫.৩৪ গড়ে ৪৫৫৯ রান নিয়ে তামিমের পরেই আছেন সাকিব আল হাসান। সাকিবের ব্যাট তিন অঙ্ক ছুঁয়েছে ৬বার, ফিফটি ৩১টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৩৪।

১৬২ ম্যাচে ৩১.১৫ গড়ে ৩৯৮৮ রান নিয়ে তিনে আছেন মুশফিক। তার ৪টি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি ২২টি। সর্বোচ্চ ইনিংস ১১৭।

সেরা পাঁচে আছেন মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচে ৩৪৬৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১২৯ ম্যাচে ২৭৭৩)।