ঢাকা আইনজীবী সমিতির দুইদিন ব্যাপী নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-১৮ কার্যবর্ষের দুইদিন ব্যাপী নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

এদিন সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় দিনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে একই ভাবে বুধবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে মোট ১৬ হাজার ১৯৮ জন আইনজীবী ভোটারের মধ্যে ৮ হাজার ৯১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য আইনজীবী সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি।

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী খোন্দকার আব্দুল মান্নান জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের অধীনে ১৯ জন নির্বাচন কমিশনার এবং ১৮১ জন সদস্য নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছেন।

নির্বাচনে মোট ২৭টি পদের জন্য ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে আওয়ামীপন্থি সাদা প্যানেলে আব্দুর রহমান হাওলাদার সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে আয়ুবুর রহমানসহ ২৭ জন।

অন্যদিকে বিএনপিপন্থি নীল প্যানেলে সভাপতি পদে মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে মো. আজিজুল ইসলাম খান বাচ্চুসহ ২৭ জন।

এ ছাড়া বঙ্গবন্ধু আইনজীবী সমিতির ব্যানারে মো. হাবিবুর রহমানসহ দুজন প্রার্থী রয়েছেন।

সাদা প্যানেলের অপর প্রার্থীরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে কাজী শাহানারা ইয়াসমিন, সহসভাপতি পদে মো. মঞ্জুর আলম মঞ্জু, কোষাধ্যক্ষ পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহসাধারণ পদে সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহসাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটোয়ারী, লাইব্রেরি সম্পাদক পদে এম মনিরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ, দপ্তর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধুলা সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পী।

সদস্য পদে- মুস্তাফিজুর রহমান সুজন, মো. মোশারফ হোসেন ভূইয়া মিশু, মো. আল আমিন সরকার, সুমন মিয়া, ওয়ায়েছ আহমেদ কায়েছ, শেখ সাইফুর রহমান সুমন, সজয় চক্রবর্তী, মো. সাইফুজ্জামান টিপু, মোহা. আহসান হাবীব, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দিপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, মাহমুদুল হাসান অমি ও মো. খোরশেদ আলম পারভেজ।

নীল প্যানেলের অন্যান্য প্রার্থী হলেন- সিনিয়র সহসভাপতি পদে মো. রুহুল আমীন, সহসভাপতি পদে কাজী মো. আব্দুল বারিক, কোষাধ্যক্ষ পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কাওসার রাহাত, লাইব্রেরি সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদে মো. আফানুর রহমান রুবেল, সমাজকল্যাণ সম্পাদক পদে এমএবিএম খায়রুল ইসলাম লিটন এবং খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মাদ জহিরুল ইসলাম কাইয়ুম।

সদস্য পদে- আবু হেনা কাউছার, মো. আরিফ হোসেন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তারী আক্তার নূপুর, মোসা. মিনারা বেগম রীনা, মোসা. জেবুন্নেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মো. মাঈনুল হোসেন অপু ও তামান্না খানম ইরিন।

২০১৬-১৭ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগ জয় লাভ করে। অন্যদিকে বিএনপি মাত্র ছয়টি পদে জয় লাভ করে।