ঢাকায় আনা হচ্ছে ইউএনও ওয়াহিদার বাবাকে

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমের বাবাকেও উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় নেয়া হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত দশটার দিকে রংপুর সিটি কর্পোরেশনের একটি অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা হন স্বজনরা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম জানান, ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখ মাথার ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেলেও স্পাইনাল কর্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তার নাভির নিচ থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায়। এজন্য তার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেয়া হয়। ডাক্তারদের পরামর্শে শনিবার রাতে ওমর আলী শেখকে নিয়ে স্বজনরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এর আগে ২ সেপ্টেম্বর গভীর রাতে, নিজবাসায় দুর্বত্তদের হামলার শিকার হন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখ। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ওয়াহিদা খানমকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়।