ডোমারে ১০টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ-নীলফামারীর ডোমার উপজেলার ১০ ইউনিয়নে ২০ ডিলারের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের ফার্মহাটে চাল বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ আহমেদ শান্তু, সাধারন সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক জিবন রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আতিকুর রহমান স্বপন, ইউপি সদস্য তৈয়ব আলী বাবু, আমিনুর রহমান, মোহাম্মদ আলী প্রমূখ এবং বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী উত্তরপাড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম খন্দকার, পশ্চিম বোড়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুবিনা বেগম প্রমুখ। খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ডোমার উপজেলার ১০ ইউনিয়নে ১৬ হাজার ৩ শত ৩৪ জন উপকার ভোগী ১০টাকা কেজি দরে প্রতি মাসে ৩০কেজি করে চাল কিনতে পারবেন।