ডোবায় ৮২ কেজির বাঘাইড়

জেলা প্রতিনিধিঃ যমুনা নদী থেকে দিক হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় উঠে এলো ৮২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। ঘটনা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ির জিগাবাড়ি বাজার সংলগ্ন যমুনা নদী এলাকার।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ডোবার হাঁটুপানি থেকে জাল দিয়ে ধরা মাছটির ওজন ৮২ কেজি। মাছটি ধরার পর কাঁধে করে ডাঙায় তোলে দু’জন।

স্থানীয়রা জানান, যমুনা নদী থেকে মাছ‌টি দিক হা‌রি‌য়ে হাঁটুপানি বি‌শিষ্ট এক ডোবায় উঠে পড়ে। বাহাদুর না‌মে একজন স্থানীয় ব্য‌ক্তির নজরে এলে তিনি বয়া জাল দিয়ে ৮২ কেজি ওজনের মাছটি ধরনে।
৮২ কেজির বাঘাইড়আশপাশের এলাকার অনেক মানুষ এই বিশাল মাছটি দেখতে ভিড় জমান। পরে মাছ‌টি সানন্দবাড়িরর মৌলভীরচর মোড়ে নেন বিক্রির জন্য। ৬০ হাজার টাকা দাম চাইলে এলাকাবাসী দরদাম করে মাছ‌টি ৪৫ হাজার টাকায় কিনে সবাই ভাগ ক‌রে নেন।