ডোবানালায় আবর্জনা ফেলায় এলাকাবাসীকে দুষলেন আতিক

মশার উৎপাত কমাতে ওষুধের ডোজ বাড়ানোর কথা ভাবছে সিটি করপোরেশন। কিন্তু রাজধানীর ডোবানালায় ময়লা ফেলছেন ঢাকাবাসী। এতেই বিস্তার ঘটছে কিউলেক্স মশার। অভিযানের দ্বিতীয় দিনের কার্যক্রমে গিয়ে নগরবাসীকে দুষলেন ঢাকা উত্তরের মেয়রি আতিকুল ইসলাম।

এ যেন মশার খামার। অবাধে চলছে প্রজনন আর বিস্তার। কিউলেক্স মশা নিধনে ঢাকা উত্তর সিটির অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযানের দ্বিতীয় দিনে মঙ্গলবার (০৯ মার্চ) রাজধানীর পাইকপাড়া আবাসিক কলোনি এলাকায় ডোবার এমন চিত্রই চোখে পড়ে সবার।

মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় গিয়ে দেখা যায় ভাগাড়ে পরিণত গোদাবাড়ি খাল এলাকায় মশার উৎপাতের অন্যতম কারণ। জানা যায়, এ খালগুলো সবাই ব্যবহার করছেন ডাস্টবিন হিসেবে।

জলাশয়গুলোর এমন হালে ক্ষুব্ধ মেয়র বলেন, নগরবাসী ডোবানালা-খালে আবর্জনা ফেলা বন্ধ না করলে নির্মূল হবে না মশা।

ওষুধের ডোজ আরো বাড়ানো যায় কি না তা বিবেচনা করা হচ্ছে বলেও জানান মেয়র।

উত্তর সিটির অঞ্চলভিত্তিক এ অভিযান চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। অভিযান কার্যক্রম পর্যবেক্ষণে তৃতীয় পক্ষ নিয়োগ দেয়া হয়েছে বলে জানান মেয়র।