ডোনাল্ড ট্রাম্প ১৮ বছর আয়কর প্রদান করেননি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৮ বছর আয়কর প্রদান করেননি। ১৯৯৫ সালে আয়কর বিবরণীতে ৯১৬ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি ঘোষণা দেওয়ার মাধ্যমে তিনি এ কর সুবিধা গ্রহণ করেছিলেন। মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত ১৮ বছরে ট্রাম্পের করযোগ্য আয় কতো তা এখনো জানা যায়নি। ১৯৯৫ সালে ট্রাম্প ৯১৬ মিলিয়ন ডলার ক্ষতির যে ঘোষণা দিয়েছিলেন তার বদৌলতে সহজেই প্রতিবছর অর্জিত ৫০ মিলিয়ন ডলার আয় কর রেয়াত পাবেন এবং এ রেয়াত পাওয়া যাবে ১৮ বছর।

ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার কর বিবরণী প্রকাশ করেছেন। এমনকি তার স্বামী বিল ক্লিনটনের কর বিবরণীও প্রকাশ করা হয়েছে। কিন্তু ট্রাম্প এখনো তার কর বিবরণী প্রকাশ করেননি। এমনকি গত সপ্তাহে অনুষ্ঠিত বিতর্কে হিলারি ক্লিনটন এ ইস্যুতে ট্রাম্পকে আক্রমণ করেছিলেন এবং অভিযোগ করেছিলেন, ট্রাম্প ভয়াবহ কোনো তথ্য লুকানোর চেষ্টা করছেন। তিনি আয়কর দিচ্ছেন না। এর জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘ এটাই আমাকে স্মার্ট করেছে।’