ডোনাল্ড ট্রাম্পের বিচার দাবি জো বাইডেনের

সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনে বিচার না হলে তা খারাপ নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (২৫ জানুয়ারি) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে বাইডেন বলেন, ট্রাম্পের অভিশংসনে বিচার চলছে। সিনেটে ট্রাম্পের অভিশংসনে বিচার চললে তা আইনসভার বিভিন্ন কাজ এবং মন্ত্রিসভার নিয়োগে বিলম্ব ঘটাবে। তবে এ বিচার না হলে তা আরো বেশি খারাপ নজির হয়ে থাকবে। ট্রাম্প যদি ছয় মাস পর বিদায় নিতেন তাহলে বিচারের ফলটা ভিন্ন হতো। ইতিমধ্যেই আলোচনা চলছে, সিনেটে ডেমোক্র্যাটরা মাত্র একটি আসনে সংখ্যাগরিষ্ঠ। ফলে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে অন্তত ১৭ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন লাগবে। প্রতিনিধি পরিষদে ১০ জন রিপাবলিকান ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ট্রাম্প অভিশংসিত হয়েছেন। সেই আর্টিকেল সোমবার সিনেটে পাঠানো হয়েছে। বিচারে প্রসিকিউটরের দায়িত্ব পালন করবেন এমন ৯ জন ডেমোক্র্যাট সিনেটে আর্টিকেলটি নিয়ে যান। ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসিত করা হয়। এর আগেও একবার তিনি অভিশংসিত হয়েছিলেন প্রতিনিধি পরিষদে। সেবার সিনেটে তিনি রক্ষা পান। এবারও একই পরিস্থিতি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।