ডেঙ্গু ঝুঁকি ঢাকা দুই সিটির ১৬টি ওয়ার্ডে

ডেঙ্গু ঝুঁকি ঢাকা দুই সিটিতে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নয়টি ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৬টি ওয়ার্ড এখনো ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। তবে গত বছরের তুলনায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে-এমন তথ্য উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের বর্ষাকালীন জরিপে। জরিপ আমলে নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস সিটি করপোরেশনের।

গত বছরের তুলনায় পুরোপুরি বিপরীত চিত্র ডেঙ্গুর। গত আগস্টের এই সময়ে যখন আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁই ছুঁই তখন এবছর সেই সংখ্যা মাত্র ৩৭৮।

তবুও স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে উঠে এসেছে উত্তর সিটি করপোরেশনের নয়টি আর দক্ষিণের ষোলোটি ওয়ার্ড রয়েছে ডেঙ্গু ঝুঁকিতে। এর মধ্যে উত্তরের সতেরো আর দক্ষিণের ৫১ নং ওয়ার্ড আছে অতিরিক্ত ঝুঁকিতে।

তবে এবারের ডেঙ্গু পরিস্থিতির জন্য সেরোটাইপ পরিবর্তনকে কারণ মানছেন বিশেষজ্ঞরা। তাই আরো বিস্তর গবেষণার তাগিদ তাদের।

এদিকে জরিপ আমলে নিয়ে অভিযান আরো বেগবানের আশ্বাস সিটি করপোরেশনের।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এসডিজির মুখ্য সমন্বয়ক জানান ডেঙ্গুনিয়ন্ত্রণ কার্যক্রমের পরিধি আরো বৃদ্ধি করছে সরকার।