‘ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ঘর আলোকিত হবে’

মুজিববর্ষের বিজয়ের মাসেই উদযাপিত হবে দেশে শতভাগ বিদ্যুতায়ন। আসছে ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ঘর আলোকিত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৫ কিলোওয়াট ক্ষমতার বায়ু টারবাইন ‘অনুভা’ উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এটিই দেশের প্রথম উলম্ব বায়ু টারবাইন।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, জ্বালানির প্রাথমিক উৎসে বৈচিত্র্য আনা, অভিনব উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করছে সরকার।

২০৫০ সালের মধ্যে সকল বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায় বাংলাদেশ। এছাড়া আগামী ৪ বছরের মধ্যে রাজধানীতে বিদ্যুতের সকল লাইন ভূগর্ভস্থ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সবার জন্য বিদ্যুৎ নিশ্চিতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে নসরুল হামিদ বলেন, উৎপাদন বাড়াতে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যেও কোনো পদক্ষেপ নেয়া থেকে পিছু হটেননি প্রধানমন্ত্রী।