ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪১৭ ভবন অপসারণের নির্দেশ

সচিবালয় প্রতিবেদক : ডিসেম্বরের মধ্যেই সারাদেশে মারাত্মক ঝুঁকিপূর্ণ ৪১৭ ভবন অপসারণের নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ প্রশমন দিবস ও ভূমিকম্প মহড়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে ৩২১টি, চট্টগ্রামে ২৪টি, খুলনায় ৪০টি এবং সিলেটে ৩২টি।

সচিব বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে মারাত্মক ঝুঁকিপূর্ণ ৪১৭টি ভবন ডিসেম্বরের মধ্যেই অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে ভবনগুলোতে গ্যাস-পানি-বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় সচিবালয়ের ৩ ও ৪ নম্বর ভবন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কার্যালয় ভবনও রয়েছে।

সচিব জানান, এসব ভবন না ভেঙে রেক্টিফাইং (মজবুত) করা হবে।

তিনি বলেন, আগামী ১৩ অক্টোবর দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে ৯ অক্টোবর সচিবালয়ে বড় ধরনের ভূমিকম্প-দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া ১০ অক্টোবর পুরান ঢাকার সদরঘাটে কমিউনিটি ব্যাজ মহড়া অনুষ্ঠিত হবে।