ডিমের খোসার ব্যবহার

ডিম যেমন উপকারী, তেমনি ডিমের খোসাও অনেক কাজের। ডিমের খোসার মধ্যে
যে গুণ লুকিয়ে আছে, তা শুনলে আপনি হয়তো অবাক হবেন।

 যেনে নিন যেসব কাজে লাগে ডিমের খোসা

বাগানে কাজে
বাগানে গাছে পোকার উপদ্রব বাড়লে, গাছের গোঁড়ায় ডিমের খোসা গুঁডা করে ছড়িয়ে দিন। পোকা ধারে কাছে আসবে না। মনে রাখবেন, ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম, যা আপনার গাছের স্বাস্থ্যও ভালো করবে।

থালাবাসন মাজার কাজে
থালাবাসন মাজার কাজে ডিমের খোসা ব্যবহার করুন। বাসনের তেল ও পোড়া দাগ সহজে উঠে যাবে।

রূপচর্চা
রূপচর্চা থেকে গৃহস্থলীর নানা কাজে ডিমের খোসা ব্যবহার করা যায়।ডিমের সাদা অংশের সঙ্গে দুটি ডিমের খোসা ভালো করে গুঁডা করে মিশিয়ে নিন। এরপর এটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ত্বকে লাগান এই মিশ্রণ। মাস খানেকের মাথায় উজ্জ্বল ত্বক উপহার পাবেন।

ব্যথার কাজে
ব্যথার জন্য ভিনিগারে ডিমের খোসা মিশিয়ে রাখুন। দিন কয়েক পর দেখবেন ডিমের খোসা একেবারে মিশে গেছে ভিনিগারের সঙ্গে। কোনও জায়গায় ব্যথা হলে মিশ্রণটি সেখানে লাগিয়ে আলতো ভাবে মালিশ করুন। ব্যথায় কমে যাবে।