ডিমলায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ
নীলফামারীর ডিমলা উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, মহিলা সদস্যদের নিয়ে জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১০জন ইউপি চেয়ারম্যান, ৯০জন ইউপি সদস্য, ৩০ জন মহিলা সদস্য ও ১০ জন ইউপি সচিব আলোচনা সভায় অংশ গ্রহন করেন।জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভা2
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদ প্রশাসক এ্যাড’মমতাজুল হক, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।অনুষ্ঠান শেষে নীলফামারী জেলা পরিষদ প্রশাসক এ্যাড’মমতাজুল হক এর ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককেই একটি করে বঙ্গবন্ধু অসম্পাত জীবনী বই উপহার দেন।