ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশাল মহানগরীতে সমাবেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বরিশাল মহানগরীতে সমাবেশ করেছে বিভিন্ন বাম ছাত্র সংগঠন। ‘বরিশালের বিক্ষুব্ধ ছাত্র জনতা’ শীর্ষক বাম ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে করা ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর আশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই সমাবেশ করা হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়ন বিএম কলেজ শাখার সভাপতি কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা নেত্রী অদিতী দাস, ছাত্র অধিকার পরিষদ মহানগর সাধারণ সম্পাদক মুন্নাসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে জনগণের কণ্ঠরোধের প্রক্রিয়া চালানো হচ্ছে। তাই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। না হলে আন্দোলন চলতেই থাকবে বলে হুঁশিয়ারিও দেন তারা।